বিনোদন মাধ্যম: ভারতের কিংবদন্তি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন। জানা গেছে, বৃহস্পতিবার একটি বেসরকারি চ্যানেলে শ্যুটিং করছিলেন তিনি। সেখানেই বারবার অসুস্থ হয়ে পড়েন। এরপরেই শ্যুটিং সেট থেকে বাড়িতে ফিরেও তিনি অসুস্থবোধ করেন। এরপর ওই দিন রাতেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। সূত্র: এই সময়।
প্রাথমিকভাবে জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় শোকস্তব্ধ বিনোদনজগৎ।
উল্লেখ্য, নব্বইয়ের দশকে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি পথভোলা দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ তাঁর। প্রাণের থেকেও প্রিয়, গীত সংগীত, তুফান, অমর প্রেমের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
একক নায়ক হিসেবে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু, পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। সম্প্রতি একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এই অভিনেতার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।
GIPHY App Key not set. Please check settings