সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ কেজি ২শত ২০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি দল।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা চার যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৭ কোটি টাকা। অবৈধভাবে স্বর্ণ বহন করায় চার জনকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দারা। আয়রন মেশিন ও জুসার মেশিনে নীচে স্বর্ণগুলো ঢালাইকরে বহন করছিলেন বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার ছাতক নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থগ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দার উপ কমিশনার মো. আল-আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা আয়রন মেশিন ও জুসার মেশিনের নীচে স্বর্ণ ঢালাই করে সিলেটে নিয়ে আসেন। তাদের চলাফেরা সন্দেহ হলে মালামাল তল্লাশি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
GIPHY App Key not set. Please check settings