আন্তর্জাতিক মাধ্যম : মহামারি করোনাভাইরাসে পর এবার ভারতে নয়া আতঙ্কের নাম অ্যানথ্রাক্স ভাইরাস (Anthrax Virus)।
সম্প্রতি এই ভাইরাসে একের পর এক হরিণ এবং বাঁদরের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। পশুর থেকে মানুষের শরীরেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।
ভারতের আইআইটি ম্রাদাজের (IIT Madras) ক্যাম্পাসে একটি হরিণের মৃত্যুতে এই ভাইরাসের প্রকাশ পায়।
এ প্রসঙ্গে ভারতের তামিলনাড়ুর মুখ্য বন আধিকারিক এবং বন সংরক্ষক বলেন, আইআইটি মাদ্রাজের ক্যাম্পাসের ভেতর অন্য একাধিক হরিণের রক্তের নমুনায় অ্যানথ্রাক্স ভাইরাসের উপস্থিতি মিলেছে। বেশ কিছু হরিণ ইতিমধ্যেই গুরুতর অসুস্থ বলেও খবর পাওয়া গেছে। গত দুই দিনে চারটি হরিণের মৃত্যু হয়েছে। যার মধ্যে একটি হরিণের মৃত্যু অ্যানথ্রাক্স ভাইরাসে আক্রান্ত হয়ে।
মাদ্রাজ ভেটেরিনারি কলেজের ডিন আর কারানুকরণ বলেন, আমরা প্রাথমিকভাবে অ্যানথ্রাক্স ভাইরাস (Anthrax Virus) সন্দেহ করেছিলাম।
একাধিক হরিণের মুখ থেকে রক্ত বের হতে দেখা গেছে। এটাই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় উপসর্গ। অন্য পশুদের মধ্যে যাতে কোনো ভাবেই এই ভাইরাস ছড়িয়ে না পড়ে, তার জন্য হরিণের দেহগুলিকে কবর দিতে বলা হয়েছে।
তবে এই ভাইরাস একবার পশু থেকে মানবদেহে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। দ্রুতহারে মানবদেহে সংক্রমণ ঘটাতে পারে এই অ্যানথ্রাক্স।
GIPHY App Key not set. Please check settings