আন্তর্জাতিক মাধ্যম: ভারতের কলকাতায় একটি গেস্ট হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নিহত হয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
শনিবার (১২ মার্চ) ভোরে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের ওই গেস্ট হাউসে আগুন লাগে।
এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দু’জন। খবর পেয়ে দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।
শর্টসার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ফ্রি স্কুল স্টরিটের গেস্ট হাউসটিতে শনিবার ভোরে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।
GIPHY App Key not set. Please check settings