♦প্রতিবেদক মাধ্যম: রাজধানীর কামরাঙ্গীরচরে একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, কামরাঙ্গীরচর কয়লার ঘাট এলাকায় একটি পলিথিন কারখানায় সাড়ে চারটার দিকে আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের চারটি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি।
GIPHY App Key not set. Please check settings