মাধ্যম” অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশায় থাকা একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরতর আহত হয়েছেন।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চার ভাই হলেন- অনুপম শীল (৪৭), নিরুপম (৪৫), দীপক (৪০), চমপক (৩৫)। আহত তিন জনের নাম তৎক্ষণাৎ জানা যায়নি।
আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যজনকে চকরিয়া খ্রীস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চকোরিয়া মালুমঘাট হাইওওয়ে পুলিশের ইনচার্জ সাফায়াত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার ভোরে একই পরিবারের ৯ সদস্য পূজা দেওয়ার জন্য মন্দিরে যাচ্ছিলেন। এসময় কক্সবাজারমুখী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়। তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
GIPHY App Key not set. Please check settings