চুয়াডাঙ্গার সদর উপজেলার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের মধ্যে তিনটির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জয়লাভ করেছে।
রোববার (২৬ ডিসেম্বর) হামলা, সাংবাদিকের গাড়ি ভাংচুর, সংঘর্ষ, ভোট বর্জন, কারচুপি, কেন্দ্র দখল, অনিয়ম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যে দিয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার চার ইউনিয়নের ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
আলুকদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আরো দেখুন: ৩ ঘন্টায় ৪০ ভোট !
মোমিনপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পদ্মবিলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুতুবপুর ইউনিয়নে একটি কেন্দ্র্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়নি। তবে এই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আহম্মেদ হাসানুজ্জামান এগিয়ে রয়েছেন।
আরো দেখুন: কুড়িগ্রামে ২১টি ইউপিতে ভোট গ্রহন শুরু
এদিকে, ভোট কারচুপি, কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতসহ চারটি ইউপির চার স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করে।
উল্লেখ, চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সদস্য পদে চার ইউনিয়নে ১৫৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
GIPHY App Key not set. Please check settings