in ,

জিম্বাবুয়েতে গির্জায় যাওয়ার পথে বাস খাদে, নিহত ৩৫

♦আন্তর্জাতিক মাধ্যম: জিম্বাবুয়েতে ইস্টার উৎসবের সমাবেশে যোগ গিয়ে গির্জা অভিমুখী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭১ জন আহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পূর্ব চিপিঙ্গে শহরে আয়োজিত ইস্টার সমাবেশে যোগ দিতে গিয়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে শুক্রবার দেশটির পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, বাসটিতে শতাধিক যাত্রী ছিলেন। তারা সবাই চিপিঙ্গের প্রধান গির্জা জিওন ক্রিস্টিয়ান চার্চে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তার পাশে গভীর খাদ ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ভয়াবহ এ হতাহতের ঘটনা ঘটে।

এ বিষয়ে জিম্বাবুয়ে পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার পল ন্যাথি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল বলে ধারণা করা হচ্ছে। এসব বাসে সাধারণত ৬০ থেকে ৭৫ জন যাত্রী ধারণক্ষমতা। কিন্তু দুর্ঘটনার সময় বাসটিতে শতাধিক যাত্রী ছিলেন।

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনা একটি মামুলি ব্যাপার। বিশেষত সরকারি ছুটির দিনগুলোতে সেদেশে রাস্তায় ব্যাপক ভিড় থাকে। গাড়িগুলোও থাকে দ্রুতগামী। গভীর খাদ ও খানা-খন্দে ভরা রাস্তার পাশাপাশি অদক্ষ চালক এসব দুর্ঘটনার বড় কারণ।

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ডিসেম্বরে কি চালু হবে মেট্রোরেল

করোনা: মৃত্যু নেই শনাক্তের হার বেড়েছে