in ,

ডাকাতিয়া নদীতে বাল্কহেড ও ট্রলারের সংঘর্ষ ৫ জন নিহত

ডাকাতিয়া নদীতে বাল্কহেড ও ট্রলারের সংঘর্ষ ৫ জন নিহত

মাধ্যম” অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।

চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার মোমিনপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপপরিচালক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন ১১ জন। পরে ছয় জন সাঁতরে তীরে উঠলেও পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট বন্ধ হয়ে গেল

ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট বন্ধ হয়ে গেল

ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন

ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন