আন্তর্জাতিক মাধ্যম: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী।
রাশিয়ান সেনাদের আক্রমণের মুখে ইউক্রেনীয় সেনারা অস্ত্র ফেলে দল বেঁধে পালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। অস্ত্র সমর্পণ করা সেনাদের ওপর আর কোনো হামলা হয়নি বলেও জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রুশ বার্তা সংস্থা টাস’র এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গোয়েন্দা সূত্রের বরাতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সৈন্য ও সার্ভিস মেম্বাররা অস্ত্র ফেলে অবস্থান ত্যাগ করছে। যেসব ইউনিট অস্ত্র ফেলে দিচ্ছে, তাদের ওপর কোনো হামলা চালানো হচ্ছে না।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলেছেন, ইউক্রেনের যেসব সেনা অস্ত্র সমর্পণ করবে, তাদের নিরাপদে যুদ্ধ এলাকা থেকে সরে যেতে দেয়া হবে।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা, সামরিক বিমানঘাঁটি ও যুদ্ধবিমান নিষ্ক্রিয় করতে নির্ভুল অস্ত্র ব্যবহার করা হচ্ছে।
GIPHY App Key not set. Please check settings