দিনাজপুর: দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারের সময় ২২ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।
রোববার (২০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাউগাঁ রাজাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শহরের বড়বন্দর এলাকার কৃষন মজুমদার (২৩) ও নজরুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, দুইজন মিলে ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলযোগে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত আরেকটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে দুজনই মারা যান। তাদের মরদেহ উদ্ধারে গিয়ে ২২ বোতল ফেনসিডিলও জব্দ করে পুলিশ।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধারের সময় ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানা যাবে।
GIPHY App Key not set. Please check settings