“মাধ্যম” অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
‘প্রিন্স অব টলিউড’ খ্যাত অভিনেতা মহেশ বাবুর ভক্তদের দুঃসংবাদ শোনালেন নির্মাতারা। তার পরবর্তী সিনেমার (সরকারু বারি পাতা) মুক্তির তারিখ আবারো পেছাচ্ছে।
প্রাথমিকভাবে ‘সরকারু বারি পাতা’ সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত ছিল গত ১৩ জানুয়ারি। কিন্তু পরবর্তীতে তা পরিবর্তন করে ১ এপ্রিলে নিয়ে যাওয়া হয়। তবে নতুন গুঞ্জন হলো, ১ এপ্রিলেও মুক্তি পাবে না সিনেমাটি।
জানা গেছে, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতির অবনতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মহেশ বাবু নিজেও করোনা আক্রান্ত। তাই সবকিছু বিবেচনায় নিয়ে ১ এপ্রিল সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।
‘সরকারু বারি পাতা’ সিনেমাটিতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী কীর্তির সাথে এটিই মহেশের প্রথম সিনেমা।
GIPHY App Key not set. Please check settings