in

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবি (ভিডিও)

#Maddhayom;

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটিতে ৩০-৪০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। তাদের অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

রোববার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নৌপুলিশ নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, বন্দর থানার আল আমিন নগর ও ও সৈয়দপুরের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এম এম আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে যাচ্ছিল বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও নৌপুলিশ ঘটনাস্থলে গেছে।

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ঘূর্ণিঝড় ‘আসানি’— ১ নম্বর সংকেত

ঘূর্ণিঝড় ‘আসানি’— ১ নম্বর সংকেত

#Maddhayom;

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : বিআইডব্লিউটিএর কন্ট্রোল রুম