জয়া আহসানের সঙ্গে বলিউডে নাম লেখাচ্ছেন চঞ্চল চৌধুরী। সেই সঙ্গে থাকবেন বলিউডের বিখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ি। সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিতি একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাদের। যদিও সিরিজটির নাম এখনো ঠিক হয়নি। খবর আনন্দবাজার পত্রিকার।
নকশাল আন্দোলনের পটভূমিতে নির্মিত এই সিরিজে নকশালবাদী নেতা চারু মজুমদার হিসেবে অভিনয় করবেন বলিউড মাতানো মনোজ বাজপেয়ি। নওয়াজউদ্দিন সিদ্দিকী থাকছেন না। ছবিতে চারুর বন্ধু কানু সান্যাল হবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
ছবিতে জ্যোতি বসুর চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে। চারুর স্ত্রী লীলা মজুমদারের ভূমিকায় জয়া আহসানকেই দেখা যাবে, যা আরও আগেই ঘোষণা দিয়েছিলেন পরিচালক।
তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে তিনটি পর্বে বাংলা, হিন্দি, ইংরেজি, তিনটি ভাষায় নির্মাণ হবে রাজনৈতিক এই সিরিজ। প্রযোজনা সংস্থা সিনেক্স-এর প্রযোজনায় সব ঠিক থাকলে সিরিজটি আগামী বছর আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। গত দেড় বছর ধরে চিত্রনাট্যের প্রাথমিক খসড়া তৈরি করেছেন পরিচালক। শুটিং হতে পারে কলকাতা, মুম্বাই, কেরালা, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি চীন ও রাশিয়াতে।
সিরিজের বিভিন্ন চরিত্রে দেখা যেতে পারে রণিত রায়, সব্যসাচী চক্রবর্তীসহ অনেককে। এ ছাড়া থাকছেন বলিউডের পরেশ রাওয়াল, বোমান ইরানিসহ একঝাঁক তারকা; যাঁদের নাম পরে জানানো হবে।
সিরিজের তিনটি সিজনে তুলে ধরা হবে ১৯৪৭ থেকে ২০১০ অবধি বিশ্বজুড়ে বামপন্থি আন্দোলনের কাহিনি।
GIPHY App Key not set. Please check settings