আগামী ২৬ মার্চ থেকেও চালু হচ্ছে না বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন।
জানা গেছে, ভারতীয় রেলওয়ে ট্রেন চালুর প্রস্তাব দিলেও দেশটি সড়ক পথে এখনও বাংলাদেশিদের পর্যটক ভিসা না দেওয়ায় এখনই তা সম্ভব হচ্ছে না।
আজ রবিবার রেল মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এমনটাই জানানো হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে বলেন, আপাতত ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি।
ভারত সড়ক ও রেলপথের যাত্রীদের পর্যটক ভিসা দেওয়া শুরু করলে ট্রেন চালু হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি যাত্রীবাহী ট্রেন চলে। ঢাকা-কলকাতা রুটে ২০০৮ সালে চালু হয় ‘মৈত্রী এক্সপ্রেস’। খুলনা-কলকাতা রুটে চলে ‘বন্ধন এক্সপ্রেস’।
ঢাকা-জলপাইগুড়ি রুটে ‘মিতালি এক্সপ্রেস’। ২০২০ সালের ২৬ মার্চ মিতালি এক্সপ্রেস উদ্বোধন করা হলেও, তা যাত্রী পরিবহন শুরু করেনি। আর করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চের ‘মৈত্রী’ এবং ‘বন্ধন’ নতুন করে চালু হয়নি। সৌজন্য : বিডি-প্রতিদিন
GIPHY App Key not set. Please check settings