মাধ্যম : মহামারি কোভিড-১৯ টেস্টের জন্য বিদেশগামী যাত্রীদের ৭-৮ ঘণ্টা পূর্বে বিমানবন্দরে আসতে হবে। স্বাস্থ্য সেবা বিভাগের এক সভা থেকে এ আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশগামী যাত্রীরা বিলম্বে আগমন করায় কোভিড-১৯ টেস্টের রিপোর্ট ডেলিভারিতেও প্রতিফলন ঘটছে। এ সমস্যা সমাধানে যাত্রীদের ৭-৮ ঘণ্টা পূর্বে আসতে হবে।
এ সময়ের মধ্যে না আসলে এ সংক্রান্ত জটিলতার সৃষ্টি হলে তার দায় যাত্রীদেরকেই নিতে হবে। এছাড়া সঠিক সময়ে রিপোর্ট প্রদান করার পর যদি যাত্রী ফ্লাইট মিস করে তার দায়ভারও যাত্রীকেই নিতে হবে।
GIPHY App Key not set. Please check settings