in

বিপিএল খেলতে ঢাকায় গেইল

বিপিএল খেলতে ঢাকায় গেইল
“মাধ্যম” অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।

বিপিএল:ফরচুন বরিশালের হয়ে খেলতে একদিন আগেই ঢাকায় এসে পৌঁছেছেন সুপারস্টার ক্রিস গেইল। করোনা নেগেটিভ হওয়ার শর্তে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠে নামতে পারবেন দ্বিতীয় ম্যাচেই।

আরও পড়ুন:- দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পায়নি ঢাকা

গেইলের আসার কথা ছিল সোমবার। কিন্তু ফ্লাইট পেয়ে যাওয়াতে রোববার (২৩ জানুয়ারি) চলে আসেন ইউনিভার্স বস। আজ ১১টার দিকে তিনি ঢাকায় পা রাখেন। এখন তিনি টিম হোটেলে অবস্থান করছেন। করোনা টেস্টের নমুনা দিয়েছেন, এখন ফলের অপেক্ষা।

আরও পড়ুন:- চট্টগ্রামের চ্যালেঞ্জিং টার্গেট

ভিডিও বার্তায় নিজের আসার কথা জানান দিয়ে গেইল বলেন, ‘ফরচুন বরিশাল, আমাকে দলে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। প্রথম ম্যাচে জয়ে তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি সামনেও ভালো হবে।

আরও পড়ুন:- কুমিল্লার ঘাম ঝরানো জয়

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে শুভ সূচনা করে বরিশাল। সোমবার (২৪ জানুয়ারি) বরিশাল মাঠে নামবে মিনিস্টার ঢকার বিপক্ষে। গেইল যদি আগের সূচি অনুযায়ী আসতেন তাহলে ঢাকার বিপক্ষে খেলা হতো না।

আরও পড়ুন:- খুলনার ঝড়ে উড়ে গেল ঢাকা

গেইলের খেলার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এক বিবৃতিতে জানানো হয়, ‘করোনা নেগেটিভ রিপোর্ট পেলে কাল খেলতে পারবেন গেইল।’

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

আইন বিল সংসদে

ইসি গঠন আইন বিল সংসদে উত্থাপন

ময়মনসিংহ পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২