“মাধ্যম” অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
গিনেস ওয়ার্ল্ডে রেকর্ড করে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ স্প্যানে বসবাসরত সাটুরনিনো দে লা ফুয়েন্তে গত মঙ্গলবার মারা গেছেন।
বুধবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, ১১২ বছর ৩৪১ দিন বয়সি দে লা ফুয়েন্তে আর নেই। ১১৩তম জন্মদিন পালনের তিন সপ্তাহ আগে তিনি মারা যান। খবর এনবিসি নিউজের।
স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় লিওনে নিজ বাড়িতে মারা যান সাটুরনিনো দে লা ফুয়েন্তে।
১৯০৯ সালের ১১ ফেব্রুয়ারি স্পেনের লিওনের পন্তে ক্যাস্ত্রো এলাকায় জন্মগ্রহণ করেন দে লা ফুয়েন্তে।
তার সাত সন্তান, ১৪ নাতি-নাতনি এবং নাতি-নাতনিদের ২২ সন্তান রয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, ১১২ বছর ২১১ দিনে পা রাখার দিনে গার্সিয়াকে বিশ্বের জীবিত সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল।
GIPHY App Key not set. Please check settings