বিনোদন মাধ্যম: চলতি প্রজন্মের গ্ল্যামারাস অভিনেত্রী অলিভিয়া মাইশা । এবার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। ছবির নাম আমি নায়িক হবো। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন বাবুল রেজা।
সিনেমাটি নিয়ে অলিভিয়া মাইশা বলেন, এ ছবির গল্প চমৎকার। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। গ্রামের একটি সহজ সরল মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে। নায়িকা হবার স্বপ্ন নিয়ে শহরে আসি। তবে গল্প কিংবা চরিত্রের বিস্তারিত এর বেশি বলা নিষেধ আছে।
তিনি আরো বলেন, আমার মনে হয় দর্শক খুব ভালো একটি চলচ্চিত্র পেতে যাচ্ছেন। এদিকে নতুন চলচ্চিত্র নিয়েও কথা চলছে বলে জানালেন অলিভিয়া মাইশা। ব্যাটে-বলে মিললে করে ফেলবেন।
অচিরেই ঢাকার বাইরে আমি নায়িকা হবো ছবির শুটিং শুরু হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান অলিভিয়া ফিল্মস সূত্রে জানা গেছে ।
GIPHY App Key not set. Please check settings