“মাধ্যম” অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মেসিকে আর্জেন্টিনার স্কোয়াডে না রেখেই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
মেসিকে স্কোয়াডে না রাখার বিষয়টা অবশ্য একপক্ষের সিদ্ধান্তে আসেনি। স্ক্যালোনি এই সিদ্ধান্তের বিষয়ে ভাবার পরই জানিয়েছেন মেসিকে, তাতে বেশ কিছুদিন ভাবনার পর অবশেষে সম্প্রতি সায় দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাতেই মেসিকে ছাড়া স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ।
কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এবারের রাউন্ডে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ২৮ জানুয়ারি শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে লিওনেল স্কালোনির দল নামবে চিলির মাঠে। এরপর ২ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে নিজেদের মাটিতে ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে।
জানুয়ারিতে বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা দল
গোলকিপার:
ফ্রাঙ্কো আরমানি, এস্তেবান আনদ্রাদা, এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো
ডিফেন্ডার:
নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, জেরমান পেৎসেয়া , নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ , নিকোলাস তাগলিয়াফিকো
মিডফিল্ডার:
মার্কোস আকুনিয়া, নিকোলাস গঞ্জালেজ, লুকাস ওকাম্পোস, লিয়ান্দ্রো পারেদেস , গিদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, জিওভান্নি লো সেলসো, আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া), আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার (ব্রাইটন), এমিলিয়ানো বুয়েনদিয়া
ফরোয়ার্ড:
আনহেল দি মারিয়া, আনহেল কোরেয়া, ইউলিয়ান আলভারেজ, লওতারো মার্তিনেজ , হোয়াকিন কোরেয়া ও পাওলো দিবালা।
GIPHY App Key not set. Please check settings