মাধ্যম” অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
গোপালগঞ্জ: গোপালগঞ্জে মোসলেম সরদার হত্যা মামলায় ২ আসামিকে ফাঁসি ও ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের ঝিলু সিকদারের ছেলে ইকবাল সিকদার (৪০), অপরজন একই গ্রামের সাকায়াত সিকদারের ছেলে সেলিম সিকদার (৪২)।
এদিকে সাকায়াত সিকদার, ওসমান মুন্সি, এনামুল সিকদার, মুরসালিন, পলাশ শেখ, আজিজুল সিকদারকে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করেছে আদালত। এ মামলায় সাজা প্রাপ্ত ফাঁসির ১ আসামিসহ যাবজ্জীবনের ২ আসামি পলাতক রয়েছে।
মামলার বিবরণীতে জানা যায়, সদর উপজেলার দত্তডাঙা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২০০৬ সালের ২৯ নভেম্বর রাতে মোসলেম সরদারকে হত্যা করে বিলের মধ্যে ফেলে রাখে প্রতিপক্ষের লোকজন। ৩ ডিসেম্বর সদর উপজেলার পিঠাবাড়ি বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত মোসলেম সরদারের ভাই মোহন সরদার বাদী হয়ে ৮ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ১৬ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়।
দীর্ঘদিন পরে হলেও ভাইয়ের হত্যাকারীরা শাস্তি পাওয়ায় সন্তোষ প্রকাশ করছেন মামলার বাদী। মামলায় সাজাপ্রাপ্ত যে সকল আসামি পলাতক রয়েছে তাদের গ্রেফতারপূর্বক দ্রুত রায় কার্যকর করার দাবিও জানান তিনি।
GIPHY App Key not set. Please check settings