“মাধ্যম” অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যাক্তি নিহত হয়েছেন। একজন মোটরসাইকেলের ধাক্কায় অপরজন মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন। দুজনেই পথচারী ছিলেন।
জানা যায়, শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় শফিকুল ইসলাম (৫০) নামে এক পথচারী মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন। নিহত শফিকুল জেলার গফরগাঁও উপজেলার মৃত হালিম উদ্দিনের ছেলে।
ভালুকা হাইওয়ে পুলিশের এসআই রেজাউল করিম মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।অপরদিকে ময়মনসিংহের ত্রিশালে শনিবার সন্ধ্যার পর ঢাক-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ইসরাফিল হোসেন(৫৫) মারাত্মকভাবে আহত হন। আহত ব্যক্তিকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়। নিহত ইসরাফিল ত্রিশালে পৌরসভার ৪ ওয়ার্ডের বেপারী বাড়ির বাসিন্দা।
GIPHY App Key not set. Please check settings