মাধ্যম ডেস্ক: রাজশাহী ও চুয়াডাঙ্গাতে দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ মার্চ) সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলায় কালিদাসপুর গ্রামের সাদা ব্রীজের কাছে জয়নালের রাইচ মিলে ও রাজশাহীতে তিনটার দিকে নগরীর ছোট বনগ্রাম সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাস্তার পাশে ড্রেনে কাজ করার সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা। সেখানে নয়জন শ্রমিক কাজ করছিল বলে জানায় আহত শ্রমিকরা।
রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক দিদার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি টিম সেখানে উদ্ধারের কাজ করছে। পুলিশের কর্মকর্তারা সেখানে রয়েছেন। পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, জেলার আলমডাঙ্গায় রাইচ মিলের দেওয়াল চাপা পড়ে মনিরুল ইসলাম (৫১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মনিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের সোনা মন্ডলের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে কালিদাসপুর গ্রামের জয়নাল মিয়ার পুরাতন রাইচ মিলের ঘর ভাঙার কাজ করছিলেন ১০ জন শ্রমিক। ঘর ভাঙার এক পর্যায়ে অসাবধানতাবশত দেওয়াল চাপা পড়লে মনিরুল ঘটনাস্থলে মারা যান।
তিনি আরও জানান, এই ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
GIPHY App Key not set. Please check settings