নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে মরদেহটি উদ্ধার করেন কোস্টগার্ডের সদস্যরা। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭ জনের লাশ উদ্ধার করা হলো।
এর আগে ভোর ৫টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া লঞ্চটিকে নদীর তীরে টেনে তুললেও ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি। এর আগে রোববার দুপুরে জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জগামী এম এল আফসার উদ্দিন লঞ্চটি ডুবে যায়।
GIPHY App Key not set. Please check settings