লালমনিরহাট: লালমনিরহাটে তালিম প্রধান (২৭) নামে এক জঙ্গির পৃথক চারটি ধারার মোট সাড়ে ২৬ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় জামিনে থাকা অপর আসামি আব্দুস সবুরকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (২৩ মার্চ) দুপুরে দিকে রায় প্রদান করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। সাজাপ্রাপ্ত তালিম প্রধান পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে।
লালমনিরহাট আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে তালিম প্রধান ও আব্দুস সবুরের বিরুদ্ধে গত ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি প্রথম তদন্ত করেন পাটগ্রাম থানার তৎকালীন এসআই আজমীর হোসেন। দ্বিতীয় তদন্তকারী অফিসার হিসেবে ২০১৯ সালের ৩০ জুন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন রংপুর র্যাব-১৩ এর এএসপি আ ন ম ইমরান খান।
অভিযোগপত্রের দুই আসামিই গ্রেপ্তার থাকলেও আব্দুস সবুর ছিলেন জামিনে। আলোচিত এ মামলায় দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে অভিযুক্ত তালিম প্রধানের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। রায়ে অভিযুক্ত তালিম প্রধানকে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(২) ধারায় ১৪ বছর, একই আইনের ৮ ধারায় ৬ মাস, ৯ ধারায় ৭ বছর ও ১৩ ধারায় ৫ বছর মিলিয়ে মোট ২৬ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রধান করেন আদালত। এ রায়ে সবগুলো সাজা একইসঙ্গে কার্যকর হবে।
GIPHY App Key not set. Please check settings