চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে লোহাগড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন আরও তিনজন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা প্রাইভেট কারের যাত্রী ছিলেন। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
GIPHY App Key not set. Please check settings