মাধ্যম : আগামী ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।বু
ধবার (১৬ ফেব্রুয়ারি) কারিগরি কমিটির সাথে বৈঠকে শেষে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো। সবার স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি জানান, করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ কমিটিও মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পক্ষে মত দিয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, যারা টিকা দিয়েছেন তারা সশরীরে ক্লাস করবে। যাদের টিকা দেয়া হয়নি তারা আপাতত অনলাইনে ক্লাস করবেন।
মন্ত্রী বলেন, আপাতত প্রাথমিক পর্যায়ের শিশুদের ক্লাসে আনার বিষয়ে আমরা ভাবছি না। তাদের বিষয়ে আরও একসপ্তাহ দেখবো।
অবশ্য আগেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছিলেন করোনা পরিস্থিতির উপর নির্ভর করে, চলতি মাসের শেষের দিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারও খুলে দেয়া সম্ভব হবে।
আজকের বৈঠকের বিষয়ে জাতীয় করোনা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, বৈঠকে আমরা বলেছি, যেহেতু সংক্রমণ হার অনেকটা কমে গিয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আমরা বলে দিয়েছি। কখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সেটা শিক্ষামন্ত্রী জানিয়ে দেবেন।
GIPHY App Key not set. Please check settings