অবশেষে অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নকে শেষ বিদায় জানানোর ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শেন ওয়ার্নকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে। এ খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ভিক্টোরিয়া রাজ্যের সরকার প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস।
বুধবার (৯ মার্চ) টুইটারে দেওয়া এক বার্তায় ড্যানিয়েল লিখেছেন, ‘ওয়ার্নকে বিদায় জানানোর জন্য ‘জি’-র (এমসিজিকে অনেকেই শুধু জি নামে ডাকেন) চেয়ে বেশি উপযুক্ত জায়গা বিশ্বে আর কোথাও নেই।’।
ধারণা করা হচ্ছে, ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে ১ লাখের মতো মানুষ। তবে এর জন্য টিকিট কিনতে হবে তার ভক্তদের।
এ বিষয়ে ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেন, ‘এটা খুব বড় একটা অনুষ্ঠান হবে। এটা তার (ওয়ার্ন) জীবনের উদযাপন হবে, যেমনটা হওয়া উচিত।’
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে ১৯৪ ম্যাচে ২৯৩ উইকেট নিয়েছেন ওয়ার্ন। আর ব্যাট হাতে করেছেন ১০১৮ রান। এ ছাড়াও ১৪৫ টেস্ট ম্যাচ খেলে ৭০৮ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। ব্যাট হাতে করেছেন ৩১৫৪ রান। এর মধ্যে রয়েছে তাঁর ১২টি হাফ সেঞ্চুরিও।
তা ছাড়াও লেগ স্পিনার হিসেবে অসংখ্য কীর্তি অর্জন করেছেন তিনি। এর মধ্যে তাঁর সবচেয়ে বিখ্যাত অর্জন হচ্ছে ‘বল অব দ্য সেঞ্চুরি’।
GIPHY App Key not set. Please check settings