মাধ্যম ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই দেশে ফিরছেন সাকিব আল হাসান। পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় তাই সে দেশে ফিরছেন। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস এই তথ্য নিশ্চিত করে জানান, আজ রাতেই জোহানেসবার্গ থেকে বিমানে চাপবেন সাকিব, বাংলাদেশে নামবেন কাল সকালে।
জালাল ইউনূস জানান, সাকিবের সঙ্গে কালও কথা হয়েছে। আজ সকালেও কথা হয়েছে। তার পরিবারের সংকট যাচ্ছে একটা। তার মা, তার শাশুড়ি, তার দুই সন্তান অসুস্থ। তারা এভারকেয়ারে আছে। তার পরিবারে সংকট যাচ্ছে। ও এখনো বুঝে উঠতে পারছে না কি করবে। যেহেতু একটা খেলাও চলছে। এখনো ২৩ তারিখে আরেকটা ওয়ানডে আছে। সে সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় ওয়ানডে খেলে আসবে। যদি না এখানে কোন সংকট আর বাড়ে।
পরিস্থিতি এমন হতে পারে তাকে আসতেও হতে পারে। এই ধরনের পরিস্থিতি না হলে সে তৃতীয় ওয়ানডে খেলবে। জানিয়েছেন জালাল ইউনূস।
তিনি আরও বলেন, পরিবার অবশ্য সবার আগে। তার বাচ্চারা অসুস্থ। তার মা, শাশুড়ি সবাই অসুস্থ। সবাই হাসপাতালে। সে যদি মনে করে তার উপস্থিতি দরকার আমরা চাইব সে চলে আসুক। আর সিদ্ধান্তটা সাকিবের। আমরা তার পাশে থাকব। এখানে কারো সিদ্ধান্ত দেয়ার স্কোপ নাই। পরিস্থিতির কারণে তাকে বাধ্য হতে হচ্ছে।
GIPHY App Key not set. Please check settings