মাধ্যম ডেস্ক : রাজধানীর সবুজবাগের একটি বাসায় দুই শিশুসন্তানের মুখ বেঁধে রেখে তাদের মা মুক্তা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা ৬টায় পুলিশ সবুজবাগের বেগুনবাড়ী মাস্টার গলি এলাকার একটি বাসা থেকে মুক্তার মরদেহ উদ্ধার করে।
সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মুক্তার বড় সন্তানের বয়স পাঁচ থেকে ছয় বছর। ছোট সন্তানের বয়স দেড় বছর। মুক্তার গ্রামের বাড়ি রংপুর। তার পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। তারা ঢাকায় আসছেন।
আজগর আলী বলেন, আমরা ধারণা করছি দুপুরের পর কোনো এক সময় দুর্বৃত্তরা এসে মুক্তাকে কুপিয়ে হত্যা করে রেখে গেছে। এ সময় মুক্তার দুই বাচ্চার মুখ বেঁধে রেখে গেছিল। তার পিঠে ও গলায় জখমের দাগ দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, ছুরি দিয়ে তাকে কোপানো হয়েছে।
তিনি আরও বলেন, মুক্তার স্বামী ফরিদপুরে চাকরি করেন, তিনি সেখানেই থাকেন। মুক্তা দুই সন্তান নিয়ে ঢাকায় এখানে থাকতেন। মরদেহ এখনও তার বাসায়।
আলামত সংগ্রহে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে বলেও জানান তিনি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
GIPHY App Key not set. Please check settings