মাধ্যম” অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মাধ্যম ডেস্ক: অবৈধভাবে সাগরপথে ইউরোপ যাওয়ার সময় শরীরের তাপমাত্রা হ্রাস পেয়ে সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইতালির বার্তা সংস্থা আনসা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আনসা জানিয়েছে, দুই থেকে তিন দিন আগে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি ইতালি উপকূলের দিকে রওনা দেয়। এটি ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছানোর চেষ্টা করছিল। শরীরের তাপমাত্রা হ্রাস পেয়ে যাত্রাপথেই তিন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়।
সোমবার রাতে নৌকাটিকে ল্যাম্পেদুসার দক্ষিণে ২৪ নটিক্যাল মাইল দূরে কোস্টগার্ড আটক করে। ল্যাম্পেদুসা বন্দরে ঢোকার আগে শরীরের তাপমাত্রা হ্রাস পেয়ে আরও চার জনের মৃত্যু হয়। মারা যাওয়া সাত জনই বাংলাদেশের নাগরিক।
ল্যাম্পেদুসার মেয়র সালভাতর মার্তিল্লো জানিয়েছেন, নৌকাটিতে তারা আরও ২৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এরা সবাই বাংলাদেশ ও মিশরের নাগরিক।
GIPHY App Key not set. Please check settings