in

সালমান খানকে সাপের ছোবল

বলিউডের শীর্ষ অভিনেতা সালমান খানকে সাপে কেটেছে। রোববার (২৬ ডিসেম্বর) ভোরে মহারাষ্ট্রের রাইগাদ জেলার পানভেলে সালমানের বিলাসবহুল খামারবাড়িতে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সালমানকে দ্রুত মুম্বাইয়ের কামোথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে সেই সাপের বিষ নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আগামীকাল সোমবার জন্মদিনের আগে তিনি খামারবাড়িতে ছিলেন। বিশাল এলাকার বাড়িটি জঙ্গলে ঘেরা। সেখানে নানা জাতের গাছ-গুল্ম, পশু-পাখি আছে।

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

শীতে সুস্থ থাকতে অবশ্যই যা খাবেন

মহামারিকালেও স্পাইডার-ম্যানের বিলিয়ন ডলারের চমক!