প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে বাড়ির পাশের ডোবায় পড়ে তাদের মুত্যু হয়। মৃত তিন শিশুর বাড়ি উপজেলার করিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চান্দপুর গ্রামে।
দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে ডোবার পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় চান্দপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫), দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬) ও দীপক দাসের মেয়ে বৃন্দা (৭) দাস। পরে গ্রামবাসী অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৪টার দিকে ডোবা থেকে ওই তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
করিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ রঞ্জন বর্মন ও প্রতিবেশী যিশু দাস বলেন, বাড়ির পাশের ডোবার পাড়ে দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওই তিন শিশু। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করি। বিকেল সাড়ে ৪টার দিকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, তিন শিশু পানিতে ডুবে মারা যাওয়ার কথা শোনার পর ঘটনাস্থলে ফোর্স পাঠাই। এখন তাদের মরদেহ বাড়িতে রাখা আছে। ঘটনাস্থলে আমি যাচ্ছি। গিয়ে বিস্তারিত জানাতে পারব।
GIPHY App Key not set. Please check settings