মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশিকা প্রস্তুত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নির্দেশিকা বাস্তবায়ন হলে গ্রাহকদের অব্যবহৃত ডেটা ফেরত পাওয়ার পথ সহজ হবে। এই পরিবর্তনের ফলে অপারেটরদের অফারের সংখ্যা কমে যাবে এবং গ্রাহকরা তাদের বর্তমান প্যাকেজের অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজের সঙ্গে পেয়ে যাবেন। এই নির্দেশিকা আগামী ১ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এই বিষয়ে নতুন এক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিআরসি তার ভ্যারিফাইড ফেসবুক ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি নতুন নির্দেশনা পোস্ট করে।
পাঠকদের জন্য বিটিআরসি’র নতুন নির্দেশনা হুবুহ তুলে ধরা হলো-
বিটিআরসি জানান, সেলুলার মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত জারিকৃত নতুন নির্দেশনা অনুযায়ী সকল মোবাইল অপারেটর সমূহকে নির্দেশিকাটির সাথে সামঞ্জস্য রেখে প্যাকেজ, সিস্টেম ডিজাইন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের এবং ডাটা প্যাকেজ সমূহের অনুমোদন কমিশন হতে গ্রহণ করা সাপেক্ষে পূর্বঘোষিত ০১ মার্চ ২০২২ এর স্থলে আগামী ১৫ মার্চ, ২০২২ দিবাগত রাত ১২:০০ ঘটিকা থেকেই জারিকৃত নির্দেশিকার সকল নির্দেশনা অনুযায়ী ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজসমূহ পরিচালনা করা হবে।
GIPHY App Key not set. Please check settings