♦মাধ্যম ডেস্ক: দেশে গত এক দিনে আরও ৩৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, এই সময়ে মৃত্যু হয়নি কারও।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের কোভিড শনাক্ত হয়।
তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৫৮ শতাংশ ছিল।
গত একদিনে দেশে শনাক্ত রোগীদের মধ্যে ৩২ জনই ঢাকা বিভাগের। তাদের ২৯ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।
এছাড়া গাজীপুরে ১ জন, টাঙ্গাইলে ২ জন, ময়মনসিংহে ১ জন এবং কক্সবাজারে ২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে গত এক দিনে। দেশের ৬৪ জেলার মধ্যে বাকি ৫৯ জেলায় গত একদিনে কোনো রোগী শনাক্ত হয়নি।
নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জন হয়েছে। গত এক দিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।
সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ২০৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন সুস্থ হয়ে উঠলেন।
GIPHY App Key not set. Please check settings